হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর পথচলার গল্প
হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর পথচলার গল্প
ক্যাটাগরি: সংগঠন
লিখেছেন : AS Tushar ৪ বছর ৭ মাস ২২ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে ১৭০০
  • সংগঠন পরিচিতঃ
  • নামঃ হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন
  • প্রতিষ্টাকালঃ ২২অক্টোবর ২০১৮ ইং
  • দাগনভূঞা, ফেনী
  • সংগঠনের পথচলাঃ

সময় টা ছিলো, ২০১৮ সালের ২২ ই অক্টোবর, কাজী মারুফ ভাই তার একক প্রচেষ্টায় হৃদয় স্মৃতি ব্লাড ডোনেশন গ্রুপ নামে একটি সংগঠন এর প্রতিষ্টা করা হয়। এরপরে আরো কয়েক জন যুবককে (মোস্তফা শামীম,আতিক উল্যাহ আকন,আশরাফুল ইসলাম আজিম,মো রিয়াদ উদ্দিন) সঙ্গে নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন এর কার্যক্রম শুরু হয়। সংগঠন টি প্রতিষ্ঠা হওয়ার পর শুধু বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করে। তারপর সংগঠনে যখন আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়তে থাকে তারা ঠিক করে তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সংযুক্ত থেকে জনসাধারণ সচেতন করা ও সহযোগিতা করে যাবেন। কিছু দিন পরে, সংগঠন এর সকলের ঐক্য মতের ভিত্তিতে, সংগঠন এর নাম পরিবর্তন করে রাখা হয় হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন। আর তারপর থেকে শুরু হয় হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশনের পথচলা। 

 

  • কার্যকারী কমিটিঃ
  • সভাপতিঃ মোঃ রিয়াদ উদ্দিন
  • সহ-সভাপতিঃ অজয় শর্মা তুষার
  • সাধারণ সম্পাদকঃ আতিক উল্লাহ আকন
  • সহ সাধারণ সম্পাদকঃ শাহেদুল ফাহাদ
  • সাংগাঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল নোমান
  • সহ-সাংগাঠনিক সম্পাদকঃ মোশারফ হোসেন রিপন
  • অর্থ সম্পাদকঃ ইমরান হোসেন লিমন
  • সহ-অর্থ সম্পাদক মেশকাতুল ইসলাম তারেক
  • দপ্তর সম্পাদকঃ আব্দুল হামিদ আরমান
  • সহ-দপ্তর সম্পাদকঃ মাহফুজ হোসেন
  • প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোহাম্মদ ওমর ফারুক
  • সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ রুকাইয়া জান্নাত
  • তথ্য ও প্রঃ বিঃ সম্পাদকঃ আসিফ উদ্দিন
  • সহ-তথ্য ও প্রঃ বিঃ সম্পাদকঃ আব্দুল্লাহ আল মারুফ
  • ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোশারফ হোসেন রিয়াদ
  • সহ-ধর্ম-বিষয়ক সম্পাদকঃ  রিমন খান
  • ছাত্র কল্যান সম্পাদকঃ নাজমুল ইসলাম
  • সহ-ছাত্র কল্যান সম্পাদকঃ  কাউসার আহমেদ নাহিদ
  • আইন বিষয়ক সম্পাদকঃ ঊষা আলম
  • সহ-আইন বিষয়ক সম্পাদকঃ সৈকত
  • মহিলা বিষয়ক সম্পাদিকঃ আফসানা আক্তার জেমি
  • সহ-মহিলা বিষয়ক সম্পাদিকঃ  বিবি আমেনা প্রমি
  • ত্রান বিষয়ক সম্পাদকঃ আব্দুল্লাহ আল আরাফাত
  • সহ-ত্রান বিষয়ক সম্পাদকঃ  শরিফ উল্লাহ রনি
  • শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মিনহাজ তানজির
  • সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকঃ  প্রিওমু আলম
  • শিল্প ও সাঃ বিঃ সম্পাদকঃ  দ্বীপ নাথ
  • সমাজ কল্যান সম্পাদকঃ আব্দুর রহিম
  • সহ-সমাজ কল্যান সম্পাদকঃ  নুর নবি রিয়াদ
  • ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ শিশির চৌধুরী
  • রক্ত বিষয়ক সম্পাদকঃ নোমান হোসেন
  • কার্যকরী সদস্যঃ মোহাম্মদ সাকিব
  • কার্যকরী সদস্যঃ হৃদয় চৌধুরী
  • কার্যকরী সদস্যঃ দূর্জয় চন্দ্র শীল
  • কার্যকরী সদস্যঃ নুরুল আমিন দিপু
  • কার্যকরী সদস্যঃ মোহাম্মদ রবিউল হক

 

 

  • প্রতিষ্ঠাতা সদস্যঃ

১। মোশারফ হোসেন মারুফ

২। আতিক উল্লাহ আকন

৩। মোহাম্মদ রিয়াদ উদ্দিন

৪। আশ্রাফুল ইসলাম আজিম

৫। মোহাম্মদ শামীম

 

  • কার্যক্রমঃ
  • ১।  নিঃস্বার্থ স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী
  • ২। স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্থানে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী করা ও নতুন রক্তদাতা তৈরি করা।
  • ৩।  সবুজ সোনালী দেশ গড়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা
  • ৪।  বিভিন্ন সাহায্যে সহযোগিতার মাধ্যেমে অসহায় মানুষদের পাশে দাড়ানো।
  • ৫। গরীব মেধাবী শিক্ষার্থীদের পাঠে সহযোগিতা করা।
  • ৬। রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা
  • ৭। শীতকালে অসহায় ও শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন করা।
  • ৮। গরীব ও অসহায় রোগীদের জন্য বক্স কালেকশন ও সংগঠনের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে আর্থিক সহযোগিতা করা।
  • ৯। জাতীয় দিবস সমূহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা।
  • ১০।  সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড করা।

 

  • লক্ষ্য ও উদ্দেশ্যঃ

       একটি সচেতন সমাজ গড়ে তোলা ও নিরক্ষরতা দূর করা।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ১৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে ৯০২৪৮
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ২৮ দিন ২৫ মিনিট আগে ৮৬৪২৪
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৪ মাস ১১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে ৪৯৯৯৩