উম্মাহ্‌ ব্লাড ডোনেশন ক্লাব এর পথচলা
উম্মাহ্‌ ব্লাড ডোনেশন ক্লাব এর পথচলা
ক্যাটাগরি: সংগঠন
লিখেছেন : AS Tushar ৪ বছর ৬ মাস ২৬ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে ২০৬২

সংগঠন পরিচিতিঃ

সংগঠনের নামঃ উম্মাহ্‌ ব্লাড ডোনেশন ক্লাব

প্রতিষ্টাকালঃ ১৮ আগষ্ট ২০১৮ ইং

স্থানঃ ফেনী সদর, ফেনী

সংগঠনের পথচলাঃ

মানবতার টানে, ভয় নেই রক্তদানে। এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ফেনীর পশ্চিমাঞ্চলের আত্ম-মানবতার সংগঠন উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাব। যারা দেশপ্রেম, সততা ও নিষ্ঠার চর্চা করেন এবং উপযুক্ত পরিবেশ পেলে দেশ বা সমাজের জন্যে কিছু করতে চান তাদেরকে নিয়ে উম্মাহ্ পরিবারের পথ চলা।

যাদের হাত ধরে সংগঠনের পথচলা শুরুঃ

মানবতার কল্যানে ছুটে চলা নিবেদিত কিছু সংগঠক বিশেষ করে জমির উদ্দিন শিমুল,দিদারুল ইসলাম,শাহাদাৎ মানিক প্রমুখ মানবতার ফেরিওয়ালাদের নিয়ে আমাদের পথচলা শুরু।

সংগঠনের কার্যক্রমঃ

সেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়। এছাড়াও আমরা সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করন এবং সকল সেবামূলক কাজে জনগনকে সহযোগিতা করা।

যেমনঃ

১.দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে তাদেরকে সাহায্য করা।

২.শীত বস্র বিতরনঃ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন।

৩.এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে বই বিতরন করা।

৪.“ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা এবং কুরবানীর ঈদে কুরবানীর গোস্ত বিতরন করা।

৫.রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।

৬.সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

৭.এলাকার সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। সংশ্লিস্ট খেলায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করার ব্যবস্থা করা।

৮.মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।

৯.এলাকার মাদকাসক্ত, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা।

সংগঠনের উদ্দেশ্যঃ 

আত্ম-মানবতার সেবায় সবসময় নিজকে নিয়োজিত রেখে সুস্থ সমাজ ও দেশ গঠনের প্রত্যয়।

 

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ১৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে ৯০২৪৮
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ২৮ দিন ২২ মিনিট আগে ৮৬৪২৪
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৪ মাস ১১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে ৪৯৯৯৩