'প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব' এর উদ্ধ্যগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
'প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব' এর উদ্ধ্যগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ক্যাটাগরি: রক্তদান
লিখেছেন : AS Tushar ৪ বছর ৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে ১১৭১
মানবতার সংগঠন প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব  কতৃক বিকিরণ কিন্ডারগার্টেন, গজারিয়ায় দীর্ঘ ২দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ কর্মসূচি পালন করা হয়। 
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব  এর সম্মানিত সকল রক্তযোদ্ধা ভাইয়েরা। সেই সাথে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন স্যার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হৃদয় মেমোরিয়াল ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন পরিবারের সম্মানিত সহ-সভাপতি AS Tushar ভাই এবং
সেইভ লাইফ ব্লাড ডোনেশন এন্ড সোশ্যাল ক্লাব এর সম্মানিত সহ-সভাপতি Enamul Hoque ভাই।
 
পরিশেষে জয় হোক মানবতার 
ছড়িয়ে যাক প্রত্যয়ের ভালোবাসা।
আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ১৩ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে ৯০২৪৮
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ১১ মাস ২৮ দিন ২৯ মিনিট আগে ৮৬৪২৪
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৪ মাস ১১ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে ৪৯৯৯৩